Home সারাদেশ বে-টার্মিনালের নির্মাণ শেষ হবে ২০২৫ সালে, কাজ শুরু আগামী বছর

বে-টার্মিনালের নির্মাণ শেষ হবে ২০২৫ সালে, কাজ শুরু আগামী বছর

34

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বন্দরের মেগা বন্দর প্রকল্প বে-টার্মিনালের নির্মাণকাজ ২০২৫ সালে সম্পন্ন হবে। আগামী বছরের প্রথম দিকে বে-টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে। প্রায় আড়াই হাজার একর জায়গা নিয়ে চট্টগ্রাম বন্দরের অনতিদূরে পতেঙ্গা সমুদ্র উপকূলে তিনটি বৃহদাকার টার্মিনাল নিয়ে বে-টার্মিনাল নির্মিত হবে। এর মধ্যে দেড় হাজার মিটারের একটি এবং এক হাজার মিটারের দুটি টার্মিনাল নির্মিত হবে। দেড় হাজার মিটারের মালটিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে নির্মাণ করবে। বাকি দুটি কনটেইনার টার্মিনাল বিদেশি পোর্ট নির্মাণ ও অপারেশন প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হবে।
ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি পোর্ট নির্মাণ ও পরিচালনা প্রতিষ্ঠান ঐ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। সরকার তাদের মধ্য থেকে দুটি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার অনুমতি প্রদান করবে। তবে প্রতিটি ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর আওতায় অনুমোদন প্রদান করা হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে বে-টার্মিনালের খসড়া মাস্টারপ্ল্যানের ওপর স্টেক হোল্ডার, বন্দর ব্যবহারকারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহজাহান উপরোক্ত তথ্য প্রদান করেন। কোরিয়ান উপদেষ্টা প্রতিষ্ঠান কুনহুয়া ডি ওয়াই জেভির দলনেতা পার্ক জন জিম খসড়া মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন। প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে নিয়োজিত উপদেষ্টা প্রতিষ্ঠান কুনহুয়া বিভিন্ন সংস্থার মতামতের ভিত্তিতে আগামী কিছুদিনের মধ্যে বে-টার্মিনালের চূড়ান্ত মাস্টারপ্ল্যান সম্পন্ন করবে।

গতকাল খসড়া মতবিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, ফেইড ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বিজিএমইএ, বিআইডব্লিউটিএ, ডব্লিউটিসি, রেলওয়ে, সড়ক ও জনপথ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বিভিন্ন পক্ষ থেকে দেওয়া মতামত ও প্রশ্নের জবাব দেন।

বন্দরের চেয়ারম্যান জানান, এই মেগা প্রকল্পের চূড়ান্ত মাস্টারপ্ল্যানে সবার মতামতের প্রতিফলন থাকবে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ইত্তেফাক