Home শিক্ষা ও ক্যাম্পাস বুয়েটের স্থাপত্য বিভাগের তিন দিন ব্যাপী ডিজাইন প্রদর্শনী শুরু কাল

বুয়েটের স্থাপত্য বিভাগের তিন দিন ব্যাপী ডিজাইন প্রদর্শনী শুরু কাল

24

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর স্থাপত্য বিভাগের জুলাই ২০২২ সেশনের বিভিন্ন লেভেল/টার্মের শিক্ষার্থীদের (ডিজাইন স্টুডিও) বাছাইকৃত কাজের (ডিজাইন) সমন্বয়ে একটি প্রদর্শনী আগামী ২-৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অনুষ্ঠিত হতে হবে। বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ২ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। আয়োজনের অংশ হিসেবে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, নৃতাত্ত্বিক জাদুঘর এবং আরবান ব্লক ডেভেলপমেন্টের নকশাসহ প্রদর্শিত হবে নানাবিধ স্থাপত্য নকশা। এছাড়া প্রদর্শনীর তৃতীয় দিনে (৪ঠা মার্চ) বিকাল ৪ ঘটিকায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার মাহফুজ আলম সুমন, অপি করিম, সব্যসাচী হাজরা এবং তানজীর চৌধুরী তুহিন। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।