Home প্রচ্ছদ বিশ্ব ইসলামি অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম

বিশ্ব ইসলামি অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন অষ্টম

31

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ বলছে, এই অগ্রগতির প্রধান কারণ সরকারের পলিসি সাপোর্ট।

বাংলাদেশে ইসলামি আর্থিক খাতের ৯৫ ভাগের বেশি অংশ জুড়ে আছে ইসলামি ব্যাংকগুলো। চলতি বছরের শেষে ইসলামি ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ হবে ৪৮ দশমিক ১ বিলিয়ন ডলার।

দেশের ব্যাংকিং খাতে মোট সঞ্চয়ের ২৭ ভাগ ইসলামি ব্যাংকগুলোতে রয়েছে। ঋণদানের ২৮ শতাংশ এবং রেমিট্যান্সের ৩৮ শতাংশ আসে এদের মাধ্যমে। বিজনেস স্ট্যান্ডার্ড

ফিচ বলছে, গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রথাগত ব্যাংককে ইসলামি ব্যাংকিং শুরুর অনুমতি দিয়েছে সরকার। অগ্রগতির আরেকটি কারণ, শরীয়াভিত্তিক আর্থিক কর্মকাণ্ড ও পণ্যের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ।

বর্তমানে ৮০টির বেশি দেশে ইসলামি অর্থনীতির বিস্তার। ইউনিয়ন অব আরব ব্যাংকস-এর রিসার্চ বিভাগ জানিয়েছে, বিশ্বের ইসলামি অর্থনীতির ৯৫ ভাগ দখল করেছে ১০টি দেশ। সবচেয়ে বড়ো অংশ ইরানের, ২৯ শতাংশ। এরপর সৌদি আরব ২৫, মালয়েশিয়া ১১, সংযুক্ত আরব আমীরাত ৮, কুয়েত ৬, কাতার ৬, তুরস্ক ২ দশমিক ৬, বাংলাদেশ ২ দশমিক ১, ইন্দোনেশিয়া ২ এবং বাহরাইন ১ দশমিক ৮ শতাংশ। গ্লোবাল ফিন্যান্স

আরব নিউজ জানায়, ইসলামি অর্থনীতির বর্তমান সম্পদের পরিমাণ ২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশসহ শীর্ষ ১০টি দেশ নিজেদের অগ্রগতি ধরে রাখতে পারলে ২০২৪ সাল নাগাদ এই সম্পদের পরিমাণ হবে ৩ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।-আমাদের সময়.কম