আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ২৪ কোটি লোক মারাত্মক খাদ্য নিরাপত্তায় রয়েছে। চলতি বছর খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা এসব মানুষ বিশ্বের ৪৮চি দেশে বসবাস করছেন।বৃহস্পতিবার লন্ডনে প্রকাশিত খাদ্য সংকটের ওপর বৈশ্বিক রিপোর্টে একথা জানানো হয়। খবর আমাদের সময়.কম
২০২৩ সালের আগষ্ট মাসে তথ্য হালনাগাদের এ রিপোর্টে দেখা যায়, ৩৬ দেশের তিন কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ ‘জরুরি অবস্থার মধ্যে রয়েছেন। এবং ৪টি দেশের ১২ লাখ ৮৬ হাজার মানুষ ‘বিপর্যকর অবস্থার’ মধ্যে রয়েছেন।
রিপোর্ট থেকে জানাযায়, দক্ষিণ সুদানে সর্বোচ্চ ৬৩ শতাংশ মানুষ এ সংকটে রয়েছে।এরপর ইয়েমেনে (৫২-৫৫ শতাংশ)। আরও যেসব দেশ রয়েছে সেগুলো আফগানিস্তান,মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি ও সুদান। এসব দেশের ৪০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে।
রিপোর্টে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়, চলতি বছর খাদ্য মূল্য ইতিহাসের সর্বোচ্চ, যা বহাল থাকবে।তবে দাম ২০২২ সালে মার্চে ইউক্রেনে রুশ হামলার পর যে পর্যায় বেড়েছিল তার চেয়ে কিছুটা কমবে।