Home সারাদেশ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন।

483

মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। এ উপলক্ষে আজ সোমবার ( ৮ এপ্রিল) সকালে জেলা পরিষদ কার্যালয় হলরুমে নব-নির্বাচিত চেয়ারম্যান এর যোগদান ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি মাজহারুল ইসলাম সুজন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ঠাকুরগাঁও সংরক্ষিত আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়াল। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীরসহ জেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং প্রশাসনিক কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে নব-নির্বাচিত চেয়ারম্যান তাঁর বক্তৃতায় সবাইকে ধন্যবাদ ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতে ভাল কাজের সাথে যুক্ত থেকে মাননীয় সংসদ সদস্যগণ ও সকল জনপ্রতিনিধিসহ সকলের পরামর্শে জেলা পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এমন বক্তব্যের সাথে সকলের সহযোগিতা প্রদানের মধ্য দিয়ে নব-নির্বাচিত চেয়ারম্যানকেও আশস্থ করেন আমন্ত্রিত অতিথিরা।

উল্লেখ্য যে, গত ২৪ অক্টোবর ২০২৩ ইং তারিখ সময় সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরায় মেয়ের বাসায় তৎকালীন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে মুহাম্মদ সাদিক কুরাইসী মৃত্যুবরণ করেন করেন। তাঁর মৃত্যুতে উক্ত জেলা পরিষদের পদটি শূন্য হয়। আর সেই শূন্য পদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আব্দুল মজিদ আপেল।