বিশেষ প্রতিনিধি,ইয়াঙ্গুন: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ(১৫আগষ্ট ২০২৩, মঙ্গলবার) বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দূতাবাস কর্তৃক দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত কর্মসূচির প্রথম পর্বে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীপাঠ, জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, কোরআন খানি এবং জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত।দ্বিতীয় পর্বে ছিলো স্থানীয় দুটি এতিমখানায় শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।