Home রাজনীতি বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

18

স্টাফ রিপোটার: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন, ঘোষিত তফসিল বাতিল ও একতরফা নির্বাচন বর্জনের আন্দোলন জোরদার ও দমন-নির্যাতন রুখে দাঁড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট-এর ডাকে আজ ২৫ নভেম্বর ২০২৩, শনিবার রাজধানী ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার প্রহসনের একতরফা নির্বাচনের নামে যে নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে তা বাংলার জনগণের জন্য সর্বনাশ ডেকে আনবে। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার ’১৪ ও ’১৮ সালের নির্বাচনের মতো আরেকটি যেনতেন নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করে লুটেরাদের রাজত্ব অব্যাহত রাখতে চায়। নেতৃবৃন্দ সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানান। সমাবেশে নেতৃবৃন্দ আজ রংপুরে বাম জোটের মিছিলে পুলিশ হামলার নিন্দা জানান।
বাম গণতান্ত্রিক জোট এর ভারপ্রাপ্ত সমন্বয়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ-এর সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।