Home শিক্ষা ও ক্যাম্পাস বানারীপাড়ায় বই বিতরণ উৎসব :শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বানারীপাড়ায় বই বিতরণ উৎসব :শিক্ষার্থীদের উচ্ছ্বাস

22

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পাঠ্যপুস্তক (বই) বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী সোমবার বেলা ১১টায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক প্রাথমিক স্তরের এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, ইউআরসির ইন্সট্যাক্টর মো. জাহাঙ্গির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব ও বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাহাদ সুমন,সহকারি শিক্ষা কর্মকর্তা হোসনেআরা বানু প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চলনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান ও শামিম আহসান,পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,সদস্য লাকী বেগম প্রমুখ। পরে সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। এদিকে নতুন বছরের প্রথম দিন বই পেয়ে শিক্ষার্থীরা দারুন উচ্ছ্বসিত।