Home জাতীয় বানারীপাড়ায় প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

বানারীপাড়ায় প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

34

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় উপজেলার বিশারকান্দিতে সার্বজনিন শ্রী শ্রী কালী মন্দিরের কালি ও মহাদেবের প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী বুধবার রাতে ওই মন্দিরের সভাপতি নিখিল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় এ মামলা দায়ের করেন। জানা গেছে, ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ি বাজার সংলগ্ন বটতলা সার্বজনিন কালি মন্দিরের তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে কালি প্রতিমার চার হাত ও মহাদেবের এক হাত আংশিক ভেঙ্গে ফেলেছে। এছাড়া কালি প্রতিমার মাথার চুড়া ও মহাদেবের প্রতিমার গলায় প্যাচানো সাপের মাথা সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী বুধবার সকালে পূজারি আহ্লাদি (৬০) মন্দিরে পূজা দিতে এসে কাঠের গেটের তালা খোলা ও ভিতরে কালি এবং মহাদেবের প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে তিনি বিষয়টি মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়দের জানান। এদিকে বুধবার সকালে এ খবর পেয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান। এসময় মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি বলেন, বানারীপাড়ার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের মুখোশ উন্মোচন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি এসময় সেখানে উপস্থিত বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার ( উজিরপুর সার্কেল ) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ও বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিনকে দুস্কৃতিকারীদের খুঁেজ বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার নির্দেশ দেন। সংসদ সদস্য মো. শাহে আলম এসময় ক্ষতিগ্রস্ত কালি ও মহাদেবের প্রতিমা সংস্কারসহ ওই মন্দিরের উন্নয়নে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়াও বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল )আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর গৌতম সমদ্দার,কদমবাড়ি বটতলা কালি মন্দিরের সভাপতি নিখিল বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। পরে সংসদ সদস্য মো. শাহে আলম পার্শ্ববর্তী সার্বজনিন দুর্গা মন্দির পরিদর্শণ করেন। মন্দিরের প্রতিমা ভাঙ্গা প্রসঙ্গে বরিশাল জেলার সহকারি পুলিশ সুপার (উজিরপুর সার্কেল ) আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহ্ ও বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন,শান্তি ও সম্প্রীতির জনপদ বানারীপাড়াকে যারা অশান্ত করতে অপতৎপরতা চালাচ্ছে তাদের চিহিৃত করে শিগগিরই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। এদিকে বুধবার বিকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান তার সঙ্গে ছিলেন।