Home মতামত বাদলের বাতচিতঃ

বাদলের বাতচিতঃ

57

সাইফুল ইসলাম শিশির:
স্যার, ঢাহা শহরে রিকশা চালাই দশ বছর ধইরা। কত কিসিমে’র যে মানুষ দেখলাম। কত্ত কথা যে শুনলাম। শুধু টাল মাইরা শুনি। মাঝে মাঝে খোঁচানি দিয়া একটু খোঁচা দেই। চুপ কইরা শুনি। শুইনা শুইনাই হাজী। “ছিলাম বোকা হইছি বুদ্ধিমান।” ব্যবাকে কয় বাদলজ্ঞানী। আমি মনে মনে ☺ হাসি।

ঠিকই তো বলে। তোমার জ্ঞানী জ্ঞানী ভাব। মন্দ কী?

স্যার, এ দ্যাশটারে ঠিক রাখছে আমার মতো পিণ্ডা খাটানো মানুষগুলা। চাষাভুষা মানুষও বুঝে, যে গরু দুধ দেয় হারে বেশি বেশি যত্ন করা দরকার। কথায় আছে “কালো গরুর দুধ ভালো। যে গরু দুধ দেয় সে গরুর লাত্থিও ভালো।”

কথা ঠিক আছে। সমস্যা কী?

সমস্যা আছে। আমাদের কর্তাব্যক্তিরা তো তা বুঝে-না। ঠ্যাং ছাইড়া দিয়া লাঠি নিয়া টানাটানি করে। তাগো জন্য আত্মা উজাড় কইরা দেয়। অথচ দেশের অক্সিজেন হইলো পিণ্ডা খাটানো মানুষগুলা। হ্যাগো কোন খোঁজ নাই। হেরা কিছু কইলে সাগর শুকায়া যায়।

বাদল তুমি আজ নতুন কিছু বলতে চাইছ মনে হয়?

স্যার, মরুভূমির দ্যাশ আরব দ্যাশ। শুনি সেখানে বালুর মধ্যে ডিম রাখলে ডিম বয়েল হয়া যায়। মরুভূমিতে ৪৮- ৫০ ডিগ্রি তাপে বালুর মধ্যে কাজ করে এ দ্যাশের সাধারণ মানুষ। আমরা তাদের তাচ্ছিল্য করে বলি ‘আদম’। তারাই ফরেন রেমিট্যান্স পাঠায়। আমরা শুধু শাকনাড়া দিয়া বসে বসে খাই। বুক ফুলায়ে রিজার্ভ হিসাব করি। “পরের ধনে পোদ্দারি।” তাদের সুযোগ সুবিধার কথা আমরা ক’জন ভাবি?

বাদল, এতো চিন্তা নিয়ে তুমি ঘুমাও কীভাবে? এদেশের উজির নাজিররাও মনে হয় তোমার মতো এতো কিছু ভাবে না।

ভাবলে তো কাজই হইতো। হুনেন নাই স্যার? কর্তারা বলছে মাসে ১ কোটি টিকা দিবো। সেই তালই তুলছে! করোনার রিপোর্ট দিতেই লাগে ২/১ সপ্তা। টিকা অমক দিন আসবো ৫ লাখ, তমক দিন ১০ লাখ। হাতির মুখে দূর্বাঘাসের গপ্প। আজ আবার শুনলাম, ২০২২ সালে ২ কোটি ভ্যাকসিন আসবে। সবই কেবল ভবিষ্যৎ এর কথা। আজকের কোন কথা নাই। স্যার কয়া দিলাম এভাবে ঢিলা তালে সময় পার করলে কিন্তু মানুষ মইরা ‘ফাঁয়ুস’ হয়া যাইবো।

তোমার কপালে দুঃখ আছে বাদল। এমন উল্টাপাল্টা কথা বললে ধইরা মাইর দিবো।
— মাইর দিবো হ্যারা কারা?
সোনার ছেলেরা।
— কী যে কন না স্যার। হে দিন কী আর আছে? দিন পাল্টায়া গেছে। বাদল শুধু হাসে।
বাদলের মোদ্দা কথাঃ এক ফকির গ্রামের উপর ভিক্ষা করতে গেছে। বাড়িওয়ালা ভিক্ষা দিয়ে বলে– ফকিরের বেটার বাড়ি কনে?

  • ফরিদপুর।
    ছেলে মেয়ে কয়টা?
    — দ্যাশেই যেতে পারি না, ছেলেমেয়ে হবে কী!
    দ্যাশে কি আর মানুষ নাই?
    — দ্যাশের মানুষই করে আমার ভরসা।

৩ আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ
থানা রোড, সিরাজগঞ্জ- ৬৭০০