Home শিক্ষা ও ক্যাম্পাস বাকৃবি কৃষি মিউজিয়ামের নতুন পরিচালক ড. আশরাফুজ্জামান

বাকৃবি কৃষি মিউজিয়ামের নতুন পরিচালক ড. আশরাফুজ্জামান

45

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত দেশের প্রথম ও একমাত্র কৃষি মিউজিয়ামের নতুন পরিচালক নিযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামানকে, শিক্ষক হিসেবে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে এ পদে নিয়োগ দেওয়া হয়। শনিবার (৫ মার্চ ২০২২) ড. মো. আশরাফুজ্জামান নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মো. আশরাফুজ্জামান কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর স্থলাভিসক্ত হন। আগামী ২ বছরের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে তাকে এ কৃষি মিউজিয়ামের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।