Home জাতীয় ‘বাংলাদেশ যুব ফ্রন্ট ’ নামে একটি যুব সংগঠন আত্মপ্রকাশ

‘বাংলাদেশ যুব ফ্রন্ট ’ নামে একটি যুব সংগঠন আত্মপ্রকাশ

103

স্টাফ রিপোটার: ‘বাংলাদেশ যুব ফ্রন্ট ’ নামে একটি যুব সংগঠন আত্মপ্রকাশ করেছে। শনিবার ১৪ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যুব সংগঠনটির আত্মপ্রকাশ করে। সংগঠনের সদস্য প্রেমানন্দ দাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য পাঠ করেন রাশেদ শাহরিয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনে জনগণ বিপর্যস্ত। সংসদ,
বিচারবিভাগ ও প্রশাসনের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দেশী-বিদেশী পুঁজিপতিগোষ্ঠী ও সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির সাথে আপসরফার
মাধ্যমে আওয়ামী লীগ তার ফ্যাসিবাদী শাসনের ভিত্তি মজবুত করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে নিশ্চুপ থেকে সরকার ব্যবসায়ীদের মুনাফার
সুযোগ করে দিচ্ছে। মূল্যবৃদ্ধির চাপে দেশের শ্রমজীবী জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।
এমতাবস্থায় একটা শোষণহীন রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের পরিপূরক
সংগ্রামে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ যুব আন্দোলন পরিচালনার লক্ষ্যে আমাদের যুব সংগঠন ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ ৭ দফা দাবির ভিত্তিতে
আত্মপ্রকাশ করেছে।”
এরপর সংবাদ সম্মেলনে রাশেদ শাহরিয়ারকে আহবায়ক করে সংগঠনের ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য। অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ আশরাফ, রেজাউর রহমান রানা, প্রেমানন্দ দাস, সাব্বির আহমেদ, জুয়েল আহমেদ, হাসিব মামুন, ফাল্গুনী বিশ্বাস, সায়েদুর রহমান লিংকন, অসীম তুহিন, মাজেদুল ইসলাম, সাফায়েত সাগর, প্রাচুর্য কান্তি প্রাজ্ঞ, সানজিদা তারিন, মিজানুর রহমান,দীপন মজুমদার, এ.এম. লিটন, বিকাশ কুমার দাস, জুয়েল মিয়া।