Home শোক ও স্মরণ বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আইনজীবী শরীফ আরিফ তুষারের মৃত্যু।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট আইনজীবী শরীফ আরিফ তুষারের মৃত্যু।

16

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী শরীফ আরিফ নেওয়াজ তুষার মৃত্যু বরন করেছেন । আজ দুপুর ১-৫৫ মিনিটে তার চিকিৎসারত চিকিৎসক তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। তিনি গতকাল মস্তিষ্কে রক্তক্ষরন সংক্রান্ত জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন।

জনাব শরীফ আরিফ নেওয়াজ তুষার একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল মানুষ ছিলেন। তিনি উচ্চ আদালতে একজন আইনজীবী হিসেবে নিজেকে সুনামের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

বাংলাদেশ জাসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, “ শরীফ আরিফ নেওয়াজ তুষার একজন নীতিবান মানুষ ছিলেন। সত্য উচ্চারন করতেন সাহসিকতার সাথে। আমৃত্যু প্রগতিশীল গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

উল্লেখ্য আগামীকাল শরীফ আরিফ নেওয়াজ তুষারের লাশ তার নিজ জেলা নড়াইলে নেয়া হবে এবং বাদ জোহর নামাজের জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরস্থান তার দাফন সম্পন্ন হবে।