Home জাতীয় বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি

বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি

34

ডেস্ক রিপোর্ট: আদিবাসী নারীদের যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে তাদের সমাজ এবং রাষ্ট্রের মর্যাদাবান ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিতে হবে। সর্বোপরি রাষ্ট্রকে আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে ভূমিকা পালনের পথ প্রশস্থ করতে হবে।
আজ ১৩ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে শাহবাগ চত্বরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচি আদিবাসী নেত্রী রাখি দ্রং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আদিবাসী নেত্রী অনন্যা বনোয়ারি, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা আসলাম খান, হাজং স্টুডেন্ট কাউন্সিল এর নেতা নাঈম হাজং, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রেজওয়ান হক মুক্ত, সন্তোষ মাহাতো, মিঠুন দত্তসহ প্রমুখ নেতৃবৃন্দ।