Home সারাদেশ কয়রায় উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত

কয়রায় উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত

15

কয়রা প্রতিনিধি: খুলনা-৬ সংসদীয় আসনের কয়রা উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। চলছে ভোট গণনা।

স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা জানিয়েছেন, খুলনা-৬ এর নৌকার প্রার্থী নির্বাচিত হবেন।

উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ১৭০ এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক।

কয়রা উপজেলার গাজী শহিদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে। মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছেন। শীতকাল হওয়ায় ভোটারের উপস্থিতি সকালে কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে।

এদিকে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে উপজেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব, আনসার, সেনা সদস্য ও বিজিবি।

কয়রা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জনাব কামাল হোসেন জানিয়েছেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণে উপজেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।