Home শিক্ষা ও ক্যাম্পাস বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ডিএফআইআর কর্তৃক রম্য বির্তক।

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ডিএফআইআর কর্তৃক রম্য বির্তক।

239

জাবি প্রতিনিধি: বসন্ত বরণ ও ভালোবাসা দিবস-২০২৩ উপলক্ষে ডিবেটিং ফোরাম অফ ইন্টারন্যাশনাল রিল্যাশনস(ডিএফআইআর) কর্তৃক আয়োজিত রম্য বিতর্ক।

বিতর্কের প্রস্তাব – এই সংসদ মনে করে, প্রেম টেকে না ছেলেদের দোষে।

পক্ষ দল –
মনিকা ইয়াসমিস(৪৭ ব্যাচ)
মিতু মনি(৪৯ ব্যাচ)
নুসরাত সেপু(৪৯ ব্যাচ)

বিপক্ষ দল-
আল ফাহিম মারুফ – ৪৭ ব্যাচ
রনি ঘোষ – ৪৮ ব্যাচ
তৌহিদ সিয়াম – ৪৯ ব্যাচ

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, বিভাগের চেয়ারম্যান তাসমিয়া পারসূব সহ সহযোগী অধ্যাপক ড. আলী আকবর এবং অধ্যাপক এ কে আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জেইউডিও এর সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর ছাত্র সংসদ এর সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও রাশেদ খান।

গত বছর ডিসেম্বর এই যাত্রা শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর বিতর্ক ক্লাব ডিএফআইআর।

ক্যাম্পাসের বিতর্ক চর্চাকে আরো সমুন্নত করতে ডিএফআইআর কাজ করে যাচ্ছে। প্রতি সপ্তাহের রবিবার নিয়মিত বিতর্ক চর্চার পাশাপাশি বিভিন্ন দিবসকে সামনে রেখে আয়োজন করে নানান বিষয়ের উপর বিতর্ক। এর আগে ফুটবল বিশ্বকাপ এর সময় ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিতর্ক ও বিজয় দিবস এর সময় আয়োজন করেছে বিজয় দিবস স্মারক অন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

সংগঠনটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের ৪৭ তম ব্যাচের মনিকা ইয়াসমিন ও মারুফ আল ফাহিম।