Home জাতীয় বসন্তরে শুরুতেই বৃষ্টি হয়েছে।

বসন্তরে শুরুতেই বৃষ্টি হয়েছে।

25

ডেস্ক রিপোর্ট: শীত শেষ বসন্ত শুরু, বসন্ত শেষ না হতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। অনেক জায়গায় কিছুটা ভারি বৃষ্টি হ্ওয়ায় মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অফিস সূতে জানাযায়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দুদিন রাতের তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সাতক্ষীরা ও সিলেটে অল্প পরিমাণে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।