Home খেলা বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে কৃষি বিভাগ চ্যাম্পিয়ন

বশেমুরবিপ্রবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে কৃষি বিভাগ চ্যাম্পিয়ন

59

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এ সমাজবিজ্ঞান বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি বিভাগ। এর আগে গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় এই টুর্নামেন্ট শুরু হয়।

বুধবার বিকেলে চলমান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ট্রাইবেকারে ৪-৩ গোলে কৃষি বিভাগের কাছে পরাজিত হয়।
প্রতিযোগিতায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী অভি। ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহান আহমেদ মাহফুজ। এছাড়াও সর্বোচ্চ গোলদাতা হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাসেল ও সেরা গোলরক্ষক হিসেবে কৃষি বিভাগের শিক্ষার্থী নাদিম মনোনীত হন। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব, উপ- উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, কৃষি অনুষদের ডিন নাজমুল হক শাহীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, আজকের খেলা অত্যন্ত সন্তোষজনক ছিল। ভবিষ্যতে আমাদের ছেলেরা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে বিজয়ের এই ধারাবাহিক বজায় রাখুক। এ সংক্রান্ত যত সীমাবদ্ধতা রয়েছে সেসব দ্রুত সমাধানের চেষ্টা করব।