Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি নিয়োগ।

বশেমুরবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি নিয়োগ।

50

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের নুতন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নিয়াজ আল হাসান।
মঙ্গলবার রেজিস্ট্রার মো. দলিলুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক অফিসের আদেশ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, অত্র বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসানকে বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২৫(৩) ধারা মোতাবেক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মো. শরাফত আলীর স্থলাভিষিক্ত হবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি। প্রাপ্য হবেন। তার এ নিয়োগাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এ বিষয়ে ড. নিয়াজ আল হাসান বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব পালনে সবার সহায়তা কামনা করছি।