Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে মাস্টার প্ল্যান উপেক্ষা করে আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ

বশেমুরবিপ্রবিতে মাস্টার প্ল্যান উপেক্ষা করে আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ

36

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাস্টার প্ল্যান উপেক্ষা করে আইসিটি পার্ক নির্মাণের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় অবস্থা। সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি।

এদিকে আইসিটি পার্ক নির্মাণ কাজ বন্ধের দাবিতে ভিসি দপ্তরে অনশন করছেন দুজন শিক্ষার্থী। অনশরত শিক্ষার্থীরা হলেন কে.এম. ইয়ামিনুল হাসান আলিফ (মার্কেটিং, ৪র্থ বর্ষ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাবুদ শেখ (ইংরেজি, ৪র্থ বর্ষ)।

বুধবার (৩১আগষ্ট) সকাল ১০টায় এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তারা অনশনরত শিক্ষার্থীদের সাথে একাগ্রতা প্রকাশ করতে যোগ দেন। বর্তমানে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের আয়তন মাত্র ৫৫ একর। এই ৫৫ একরে আয়তনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অধিক। শিক্ষার্থীদের তুলনায় পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুম সংকট, নেই কোন অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া ভবন থাকলেও হয়নি চালু, নেই টিএসসি।

আবাসিক হল গুলোতে যথাযথভাবে ডাইনিয়য়ের সুযোগ-সুবিধা প্রদানের কোন হদিস নেই কিন্তু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে প্রশাসন মেতে উঠেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে আইসিটি পার্ক নির্মাণ করা হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ এমনিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আইসিটি পার্ক নির্মাণ করা যেকোন সময় বহিরাগতরা কারণে-অকারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করবে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা প্রশাসনের কিছুই বলার ক্ষমতা থাকবে না। অনতিবিলম্বে যদি এটি কে বিশ্ববিদ্যালয় বাইরে সরিয়ে নেওয়া না হয় তাহলে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীর জন্য অনিরাপদ।

তারা আরও জানান, আমরা আইসিটি পার্ক চাই তবে অডিটোরিয়ামের স্থানে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান উপেক্ষা করে ৫৫ একরের এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না। যদি আইসিটি পার্ক নির্মাণ করতেই হয় তাহলে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পাশে নতুন করে জায়গা অধিগ্রহণ করে নির্মাণ করুক।

এ বিষয়ে উপাচার্য ড. একিউএম মাহবুব মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

উল্লেখ, এর আগে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান উপেক্ষা করে দ্বিতীয় একাডেমির ভবনের স্থানে আইসিটি পার্ক নির্মাণে উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের তোপের মুখে স্থান পরিবর্তন করা হলেও আবারও মাস্টার প্ল্যান অনুযায়ী অডিটোরিয়ামের স্থানে পার্ক নির্মাণের প্রতিবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা।