Home জাতীয় বরিশালের স্বরোডে ইয়াবাসহ আটক সেই ডেন্টিস্ট ফরিদের আমলনামা

বরিশালের স্বরোডে ইয়াবাসহ আটক সেই ডেন্টিস্ট ফরিদের আমলনামা

72

বরিশাল অফিস : বরিশাল নগরীর স্বরোডে ইয়াবাসহ আটক সেই ডেন্টিস্ট ফরিদ মহানগর ডেন্টাল কেয়ারের আড়ালে অদৃশ্য শক্তিতে বেপরোয়াভাবে অপরাধ জগতের অন্ধকার গলিতে হেঁটে চলছেন। একদিকে এই ইয়াবা কারবারী ডেনিস্ট ফরিদ জনসাধারন-রোগী-স্বজন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে মস্তবড় দন্ত চিকিৎসক সেজে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। তিনি ডেনিস্ট লিখতে পারেন কিনা এটা নিয়েও রয়েছে প্রশ্ন। বিশ্বস্ত সূত্রের ভাষ্য-ইয়াবা কারবারী ডেনিস্ট ফরিদ এর বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল bmdc নাই, bds ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি না থাকার পরও তিনি কিভাবে মস্তবড় দন্ত চিকিৎসক বনে গেলেন? এসব প্রশ্ন সচেতনমহলে ধুমায়িত হচ্ছে। অপরদিকে ডেন্টাল কেয়ারের আড়ালে ইয়াবার রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। ফরিদের এহেন মাদক কারবারীর শেল্টারদাতা এবং সহযোগী হিসেবে রয়েছে কয়েক অসাধু ব্যক্তি। এদের ছত্রছায়ায় দিনের পর দিন কৌশলে মাদক বাণিজ্যে বিস্তর নেটওয়ার্ক গড়ে তুলেছেন। কে বা কাদের ছত্রছায়ায় ইয়াবা কারবারী ডেন্টিস ফরিদ ডেন্টাল কেয়ারের আড়ালে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে, এসব বিষয়ে প্রতিবেদন আসছে। এ প্রসঙ্গে ইয়াবা কারবারী ডেন্টিস ফরিদ এর ব্যক্তিগত সেলফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে প্রথম বলেন,ভাই আমি রোগী দেখতেছি। এখন ব্যস্ত আছি, পরে আপনার সঙ্গে কথা বলি। পরবর্তীতে ইয়াবা ব্যবসায়ী ফরিদ এর সেলফোনে অসংখ্যবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। সর্বশেষ ১৪ জানুয়ারী সন্ধ্যারাতে পূণরায় তার ব্যক্তিগত সেলফোনে ডায়াল করা হলে তিনি ফোন রিসিভ করেন। ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ের সঙ্গে আমি জড়িত নই। এরআগে ইয়াবাসহ আটকের বিষয়ে বলেন, ইয়াবাসহ আটক নয়,ওটা সেবনরত অবস্থায় আমাকে আটক করেছিল পুলিশ। এরপর কয়েকদিন মাথায় কারাগার থেকে বের হয়ে যান। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল নসফপ, নফং ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারির সার্টিফিকেট আছে কিনা এসব বিষয়ে তিনি কৌশলে এড়িয়ে যান। তবে কোন ধরণের সদুত্তর দিতে পারেননি। প্রসঙ্গত : গত বছরেরর ৫ মার্চ রাতে বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ডেন্টিস ফরিদসহ তিন মাদকসেবীকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নগরীর স্বরোডের ডেন্টিস্ট ফরিদের চেম্বার থেকে ফরিদসহ মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে কারাগার থেকে বের হয়ে সংঘবদ্ধ চক্রের নেটওয়ার্ক বিস্তৃতি ঘটিয়ে মাদক কারবারীতে আরো বেপরোয়া হয়ে উঠে।