Home খেলা বদলে গেলো ঢাকার মালিক

বদলে গেলো ঢাকার মালিক

24

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর বসবে জানুয়ারীর প্রথম সপ্তাহে। এর মধ্যে হুট করেই বদলে গেলো বিপিএলের দল ঢাকার মালিকানা। রুপা ফেব্রিক্স লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকার মালিকানা পরিবর্তনের কথা জানায় বিসিবি। নির্ধারিত সময়ের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের অর্থনৈতিক শর্ত পূরণ করতে না পারায় মেসার্স প্রগতি অটো রাইস মিলের মালিকানা বাতিল হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিপিএলের পরবর্তী তিন সংস্করনের জন্য ঢাকার মালিকানা সত্ত্ব পেয়েছিল প্রগতি অটো রাইস মিলস লিমিটেড। কিন্ত নির্ধারিত সময়সীমার মধ্যে আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় লেটার অফ ইনটেন্ট বিধান অনুযায়ী তাদের সঙ্গে চুক্তিটি বাতিল করা হয়েছে। তার পরিবর্তে রুপা ফেব্রিক্স লিমিটেডকে বিপিএলে ঢাকার নতুন মালিকের দায়িত্ব দেওয়া হচ্ছে।’

সেখানে আরও জানানো হয়েছে, ‘গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ৩ বছরের জন্য রুপা ফেব্রিক্স লিমিটেডকে ঢাকার মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছে।’
ইত্তেফাক