Home সাহিত্য ও বিনোদন বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হয়ে গেল গীতাঞ্জলি’র “জয়োল্লাস”

বঙ্গবন্ধু মুক্তমঞ্চে হয়ে গেল গীতাঞ্জলি’র “জয়োল্লাস”

71

ডেস্ক রিপোর্ট : মহান বিজয়ের ৫১ বছর পূর্তিতে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গত ১৭ ডিসেম্বর শনিবার উত্তরাস্থ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজন করে “জয়োল্লাস” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে বিজয়ের গান, নাচ, আবৃত্তি, নাটক ও আলোচনায় অংশ নেয় গানের দল- সুরের পাখি, মৃদঙ্গম ললিতকলা একাডেমি, কিশোলয় ললিতকলা একাডেমি, নতুন কুড়ি, থিয়েটার অঙ্গন, কন্ঠশৈলী, প্রাণায়াম ও গীতাঞ্জলি একাডেমি’র শিল্পীরা।
বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা ও গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠু’র সভাপতিত্বে মহান বিজয়ের ৫১ বছর শীর্ষক আলোচনায় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব কুতুব উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকতা জনাব মোঃ জুলকার নাইন।
অনুষ্ঠানে নাট্যদল থিয়েটার অঙ্গনের ১৩ তম প্রযোজনা “নিঃশঙ্ক চিত্ত, সুউচ্চশির” নাটকের উদ্বোধনী মঞ্চায়ন করা হয়।