Home সাহিত্য ও বিনোদন বঙ্গবন্ধুকে নিয়ে কবি নাসির খানের তিনটি কবিতা

বঙ্গবন্ধুকে নিয়ে কবি নাসির খানের তিনটি কবিতা

81

কবিতা – ১
বঙ্গবন্ধু মানে একটি পতাকা

বঙ্গবন্ধু মানে লাল সবুজের একটি দেশের পতাকা
বঙ্গবন্ধু মানে সবুজ ঘাসের শিশিরভেজা কাদামাটি
বঙ্গবন্ধু মানে হেমোলিয়ান এর আশ্চর্য সুরের বাঁশি
বঙ্গবন্ধু মানে কৃষাণের মুখে লুকিয়ে রাখা হাসি বঙ্গবন্ধু মানে পদ্মা-মেঘনা উত্তাল তরঙ্গ রাশি
বঙ্গবন্ধু মানে মহা সমুদ্রের গর্জে ওঠা তুফান
বঙ্গবন্ধু মানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান

তুমি জন্মেছিলে বলে এদেশ পেয়েছে স্বাধীনতা
তুমি জন্মেছিলে বলে এদেশ পেয়েছে মুক্তি মমতা তুমি জন্মেছিলে বলে মাটি হয়েছে সোনার চাইতে খাটি
তুমি জন্মেছিলে বলে মায়ের আঁচল শিশুর শীতলপাটি
যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান

বঙ্গবন্ধু মানে মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান
বঙ্গবন্ধু মানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান
বঙ্গবন্ধু মানে জয়বাংলার ওমর স্লোগান
বঙ্গবন্ধু মানে একটি দেশের আদর্শ সম্মান
বঙ্গবন্ধু মানে দুঃখী মানুষের লুকিয়ে রাখা হাসি বঙ্গবন্ধু মানে কৃষক-শ্রমিক জেলে-তাঁতী চাষী

বঙ্গবন্ধু মানে নজরুল রবি ঠাকুরের বাণী
বঙ্গবন্ধু মানে বজ্রকন্ঠের অমর-কবিতাখানি
বঙ্গবন্ধু মানে রেসকোর্সের সেই গীতাঞ্জলি
বঙ্গবন্ধু মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু মানে চেতনার মুক্তির সংগ্রাম
বঙ্গবন্ধু মানে বাংলাদেশের স্থপতি নাম

কবিতা – ২
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি

তোমার যাদুকরী হাতের ছোঁয়ায়
একটি দেশ পেয়েছে মানচিত্র আর লাল সবুজের পতাকা
এ যে তোমার অবদান সবই তোমার অবদান
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
জয় জয় জয় জয় বাংলার জয়,
জয় জয় জয় শেখ মুজিবের জয়,
জয় জয় জয় জাতির পিতার জয়
জয় জয় জয় বঙ্গবন্ধুর জয়

তোমার ৭ই মার্চের গীতিকবিতা
সব উচ্চতাকে অতিক্রম করেছে তা
জাতির গুনগুন গুঞ্জরণে (।।)
পেল মর্যাদার স্থান
এ যে তোমার অবদান সবই তোমার অবদান
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
জয় জয় জয় জয় বাংলার জয়,
জয় জয় জয় শেখ মুজিবের জয়,
জয় জয় জয় জাতির পিতার জয়
জয় জয় জয় বঙ্গবন্ধুর জয়

তোমার রেসকোর্সের গীতিকবিতা
আর কোটি কোটি সেই বীর জনতা
তোমার ভাষণে মনমুগ্ধ শ্রোতা
তোমার ভাষণে সারা বিশ্বের শ্রোতা
শুনে জুড়ায় মনো প্রাণ
এ যে তোমার অবদান সবই তোমার অবদান
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
জয় জয় জয় জয় বাংলার জয়,
জয় জয় জয় শেখ মুজিবের জয়,
জয় জয় জয় জাতির পিতার জয়
জয় জয় জয় বঙ্গবন্ধুর জয়

কবিতা – ৩

আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের ভাটিয়ালী, জারি, সারি গান
গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনপ্রাণ
আমার বাংলাদেশের সুর শুনিয়া…
আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
হাসনরাজা, রাধারমন, লালনশাহের গান
ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মনপ্রাণ
জন্ম আমার ধন্য মাগো…
জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি
আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালবাসি
তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি
ও তোমরা বাজাও রে ঢোল, বাজাও রে বাঁশি