Home সারাদেশ রাতের আধাঁরে কুয়াকাটা সৈকতের বালু উত্তোলন।। সৃষ্টি হয়েছে বড় আকারে গর্ত

রাতের আধাঁরে কুয়াকাটা সৈকতের বালু উত্তোলন।। সৃষ্টি হয়েছে বড় আকারে গর্ত

30

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: রাতের আধাঁরে কুয়াকাটা সৈকত থেকে বালু কেটে নিয়েছে একটি চক্র। তৈরি হয়েছে বড় আকারে গর্ত। জিরো পয়েন্টের পশ্চিম দিকে ড্রেজার মেশিন দিয়ে সৈকতের এ বালু উত্তোলন করা হয়। এতে রীতমিতো একটি পুকুরে পরনিত হয়েছে। হঠাৎ সৈকতে এ গর্ত দেখে হতভম্ব স্থানীয় ও পর্যটন সংশ্লষ্টি ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানান, গত ১ জানুয়ারি রাতে নুর মোহাম্মদ নামের এক ব্যবসায়ী ড্রেজার মশেনি দিয়ে বালু উত্তোলন করে। এ বালু একটি ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে লাগিয়েছেন। এর ফলে বিরাট একটি গর্তের সৃষ্টি হয়েছে। পর্যটকসহ দর্শনার্থীদের এ গর্তটি পড়ে আহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাতের বেলা সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।
পর্যটকরা বলেছেন, কুয়াকাটা সৈকতের শ্রী নষ্ট হয়েছে। এছাড়া এত বড় গর্ত হওয়ায় আগত পর্যটকদের ছোট বাচ্চাদরে নিয়ে ভয় থাকতে হবে। তাই প্রশাসনের সুনজর দেয়া দরকার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দীক সাংবাদিকদের জানান, তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।