Home জাতীয় ফুলতলায় চাঞ্চল্যকর মুসলিমা হত্যাকান্ডের আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি

ফুলতলায় চাঞ্চল্যকর মুসলিমা হত্যাকান্ডের আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি

42

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় চাঞ্চল্যকর মুসলিমা হত্যাকান্ডের প্রধান ২ আসামী রিয়াজ খন্দকার ও সোহেল গাজী গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বিশ্বাস এর নিকট আসামীদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা হয়। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় মুসলিমাকে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করা হয়। পরে, সেখান থেকে নিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তাকে নিয়ে যাওয়া হয় একটি ঘেরের পাড়ে। সেখানে বটি দিয়ে তার মাথা দ্বিখন্ডিত করে বিবস্ত্র অবস্থায় শরীর ফেলে রাখে ধানক্ষেতে আর মাথা নিয়ে যায় একটি জনমানবহীন নির্মানাধীন বাড়িতে। সেখানে ঘরের বাথরুমে মাটি খুড়ে পুতে রাখে খন্ডিত মস্তক ও ব্যবহৃত ওড়না, বোরকাসহ কাপড় চোপড় এবং মুসলিমার ব্যবহৃত মোবাইল একটি পুকুরে ফেলে দেয়। হত্যাকান্ডের ৩ দিন আগে রিয়াজের সাথে মোবাইলে প্রথম পরিচয় হয় মুসলিমার। পরে হত্যাকান্ডের ছক কষতে গিয়ে সোহেলকে কাজে লাগায় রিয়াজ। র‌্যাব- ৬ এর চৌকষ অফিসারদের নেতৃত্বে চিরুনী অভিযানের মাধ্যমে সোহেলকে নিজ গ্রাম থেকে এবং রিয়াজকে ফরিদপুর জেলার কানাইপুর এলাকা থেকে গ্রেফতার করে। আসামীরা আরও জানায়, মুসলিমাকে ধর্ষন করার পরে সে তার মোবাইল দিয়ে একটি এসএমএস পাঠালে ধরা পড়ার ভয়ে তারা তাকে খুন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভারতীয় চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে তারা এ ধরনের নৃসংশ হত্যাকান্ডে উদ্বুদ্ধ হয়েছে। গত ২৬ জানুয়ারী নিহতের বোন আকলিমা বাদি হয়ে ফুলতলা থানায় হত্যা মামলা (নং- ১৩) দায়ের করে।