Home জাতীয় ফুলতলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ফুলতলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

42

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ টেকসই ও উন্নত প্রযুক্তিতে ক্লাস্টার ভিত্তিক চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে ফুলতলা উপজেলার জামিরার পিপরাইলে চারাবাড়ি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, মেরিন ফিশারিজ কর্মকর্তা কচি খানম, জামিরা বাজার বণিক সমিতির সভাপতি দলিল উদ্দিন, ইউপি সদস্যবৃন্দ, সুফলভোগী মৎস্যচাষিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অত্র প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলার চারাবাড়ি খাল, চারাবটতলা খাল এবং ডাকাতিয়া খালের পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।