Home জাতীয় ফুলতলায় কলেজ প্রাঙ্গনে দূর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

ফুলতলায় কলেজ প্রাঙ্গনে দূর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত

64

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ দূর্বৃত্তের ছুরিকাঘাতে ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান (১৯) নিহত হয়েছে। গতকাল বৃহঃস্পতিবার দুপুর ১২ টায় কলেজ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের পুত্র সৈয়দ আলিফ রোহান ফুলতলা এম এম কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্র। কলেজ চালাকালীণ সময়ে কয়েকজন দূর্বৃত্ত তাকে কলেজ গেটের সামনে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরে, তার সহপাঠীরা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, কলেজে কর্তব্যরত ভ্রাম্যমাণ টিম এ ঘটনার কিছু সময় পূর্বে কলেজ মাঠে মাঝ বয়সী অপরিচিত ৩ জনকে দেখতে পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা আক্তার তাদের চ্যালেঞ্জ করলে তারা এখানে ঘুরতে এসেছে এবং কিছু সময়ের মধ্যে স্থান ত্যাগ করার কথা জানায়। উল্লেখিত ব্যক্তিরা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তাদের ধারনা। পুলিশ আরও জানায়, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি সাদিয়া আফরিনের সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করা হবে এবং কলেজ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে। খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আসামীদের গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পোস্ট মর্টেমের কার্যক্রম ও থানায় মামলার প্রস্তুতি চলছিল।