Home জাতীয় ফুলতলায় আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেল ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

ফুলতলায় আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেল ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

32

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গতকাল বৃহঃস্পতিবার দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় ফুলতলা উপজেলার মোট ৭৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে আশ্রয়ণ প্রকল্পের এই ঘর। সকাল ১০ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে জমির দলিলপত্র ও নামজারীর খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হয় উপকারভোগীদের মাঝে। ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, নতুন নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের ৭৭ টি ঘরই উপজেলার ফুলতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাঁউদাড়ী মৌজায় অবস্থিত। এই ঘর নির্মাণে জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে ফুলতলা উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলীর দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে এবং সাংবাদিকদের সহায়তায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘরের নির্মাণ কাজ স¤পন্ন করা হয়েছে।