Home সারাদেশ ফুলতলায় শিশুপুত্র হত্যাকান্ডের ঘটনায় পিতা, মাতা ও নানী গ্রেফতার

ফুলতলায় শিশুপুত্র হত্যাকান্ডের ঘটনায় পিতা, মাতা ও নানী গ্রেফতার

46

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় শিশুপুত্র মোমিন হত্যাকান্ডের ঘটনায় থানা পুলিশ শিশুটির পিতা, মাতা ও সৎ নানীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এদিকে গ্রেফতারকৃত আসামী শিশুর মাতা ছায়রা বেগম (২৯) ও সৎ নানী আমেনা বেগম (৪৫) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল কবির এর নিকট ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক ও আসামীর জবানবন্দিসুত্রে জানা যায়, শিশুর পিতা মোঃ আরিফ সরদার এর স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ ও আলকা গ্রামের মোস্তফা কাজীর বাড়ি ভাড়াটিয়া এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। বেশ কিছুদিন যাবত সে অত্র এলাকায় ইলেকট্রিকের কাজ করে আসছে। এর মধ্যে সে ছায়রা বেগম (২৯) ও ফারিহা বেগম (২৪) কে বিবাহ করে। গত ১৫/২০ দিন পূর্বে ফারিহা পরকীয়ার জের ধরে অন্যত্র একটি ছেলের সাথে পালিয়ে যায়। এদিকে স্বামীকে খুশি রাখতে নিষ্ঠুর মাতা ছায়রা বেগম তার সতিনের মাতা আমেনা বেগমের সহায়তায় শিশুপুত্র মোমিনকে সুপার জুট মিলের পিছনে ডোবার পানিতে ফেলে হত্যা করে। এ ঘটনায় শিশুটির নানা আবুল খায়ের বাদি হয়ে ৩ জনকে আসামী করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ১২, তারিখ- ১৩/০৫/২৩ ইং) দায়ের করে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ নির্মম হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।