Home সারাদেশ ফরিদপুরে ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মা সমাবেশ

ফরিদপুরে ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মা সমাবেশ

132

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: গত ২৯ আগষ্টে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিএলবাড়ী কমিউনিটি ক্লিনিক ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মায়েদের বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ফ্রি ভায়া পরীক্ষা ও গর্ভবতী মা সমাবেশ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: মুনজুর রহমান। আগত সেবা গ্রহীতাদের জরায়ু মুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতন ও ভায়া পরীক্ষা করতে উদ্বুদ্ধ করা হয়। ক্যাম্পেইনে মোট ৬৫ (১+) জনের ভায়া পরীক্ষা করা হয় ও ২০ জন গর্ভবতী মায়েদের গর্ভকালীন মাতৃস্বাস্থ্য, মাতৃপুষ্টি, মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুরোধকল্পে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারী বিষয়ে সচেতন ও আগ্রহী করতে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া ডেঙ্গু, সাপে কাটা ও অন্যান্য সমসাময়িক রোগ সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কমিউনিটি গ্রুপের সভাপতি, সিএইচসিপি, এফডব্লিউএ, এসএসএন, এসআই, এইচআইসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।