Home রাজনীতি খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার

14

স্টাফ রিপােটার: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। শর্তনুযায়ী বিদেশে যেতে পারেবন না। আইনি পর্যবেক্ষণ শেষে সম্মতি দিয়ে আইন মন্ত্রণালয় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় চিঠি পাঠিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে সাজার মেয়াদ স্থগিতের মেয়াদ বাড়ানোসহ তার বিদেশে চিকিৎসা সুবিধা পাওয়ার আবেদন জানিয়েছিলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লেও বিদেশে যেতে পারবেন না।
আইনমন্ত্রী বলেন, তার ভাইয়ের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা মতে খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে দুইটি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা সাত বার বাড়ানো হয়েছে। বুধবার (২০ মার্চ) একই শর্তে তার সাজা স্থগিত রেখে তার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি আবাও মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার।