Home জাতীয় প্রাণ-প্রকৃতি রক্ষা আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

প্রাণ-প্রকৃতি রক্ষা আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত

47

ডেস্ক রিপোর্ট: পরিবেশবিধ্বংসী সকল প্রকল্প বাতিলের দাবিতে আজ বিকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সভায় বক্তাগণ বলেন, সরকার চট্টগ্রামের সিআরবি, কক্সবাজারের শুকনাছড়ি, গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্ম সহ বিভিন্ন স্থানে হাসপাতাল ও ভবন নির্মাণের নামে পরিবেশ ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। তারও আগে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্টুরেন্ট ও ভবন বানানোর প্রকল্প হাতে নেয় সরকার। তখন সকলের প্রতিবাদের মুখে তা বন্ধ হলেও আবার গাছ কাটার কথা শোনা যাচ্ছে। এরকম বিভিনś বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের নামে পরিবেশবান্ধব গাছগুলি কেটে ফেলা হচ্ছে। এরকম একটি গাছ কাটতে গিয়ে গাছে থাকা শতাধিক পাখির ছানা মাটেতে পড়ে মারা যায়। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। সুন্দরবন ধ্বংসেট কাজ সরকার অব্যাহত রেখেছে। অথচ এই বন আমাদের ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। বক্তারা পরিবেশ ধ্বংসের সকল অপ তৎপরতা বন্ধের দাবি জানান।
ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুľামান মাসুম, ক্ষেতমজুর সমিতির সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার, যুব ইউনিয়ন ঢাকা দক্ষিনের সভাপতি গোলাম রাব্বী খান, ঢাকা উত্তরের প্রচার সম্পাদক অনিন্দ্য দ্বীপ, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, বেসরকারি বিশ্ববিদয়ালয় সংসদের সভাপতি মুক্ত রেজোয়ান।