Home জাতীয় পুর্নবাসনের দাবীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ও গন-অনশন

পুর্নবাসনের দাবীতে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ও গন-অনশন

35

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর শেখ রাশেল সেতুর নিচে পুর্নবাসনের দাবীতে গন-অনশন করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। বুধবার সকাল দশটায় এ গন-অনশন শুরু করে। আর এ অনশন চলে দুপুর দুইটা পর্যন্ত। এসময় মহিপুর বন্দরে উচ্ছেদকৃত দুই শতাধিক ব্যবসায়িরা উপস্থিত ছিলেন। তারা পুর্নবাসনের জন্য প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেও সূত্রে গেছে, গত ২২ মার্চ মহিপুর প্রধান সড়কের দুই পাশে প্রায় শতাধিক দোকান ঘর ভেঙ্গে দেয় সওজ কর্তৃপক্ষ। এতে অনেক ব্যবসায়ী তাদের উপার্জন হারিয়ে ফেলেছে। বর্তমানে তারা বেকার হয়ে পড়ায় জীবিকা নির্বাহ অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে ওই ব্যবসায়িদের। এসব ব্যবসায়ীদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের অভিযোগ সওজ কতৃপর্ক্ষ তাদের কোন প্রকার নোটিশ ছাড়াই তাদের দোকান ঘর ভাঙ্গায় মালামালও সড়াতে পারেনি।
মহিপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম জানান, এসব ব্যবসায়ী তাদের উপার্জন হারিয়ে ফেলেছে। তাই তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছে। তবে তিনি ক্ষতিগ্রস্থদের তালিকা করে পুর্নবাসন দাবী জানান।