আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বেলুস্তান আওয়ামী পার্টি (বিএপি);র সিনেটর আরোয়ারুল হক কাকা। শনিবার দেশটির বিরোধী দলের নেতা এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, বিদায়ি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আহমেদ শনিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেনে।বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের বিষয় একমত হয়েছেন।বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তত্ত্বাবধায় সরকারের প্রধান হিসেবে কাকার নাম ঘোষণা করেন।
আজ রোববার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকা শপথ নিতে পারেন। তবে মন্ত্রী পরিষদ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
পাচঁ বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে ৯ আগষ্ট রাতে রাষ্ট্রপতি আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙ্গে দেন।সংবিধানুযায়ী মেয়াদের আগে জাতীয় পরিষদ ভেঙ্গে গেলে ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করতে হয় পাকিস্তানে।আর মেয়াদ পূর্ণ করলে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।