Home জাতীয় পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাগর পাড়ে রাখাইনদের উৎসব

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাগর পাড়ে রাখাইনদের উৎসব

28

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবে মেতেছে কুয়াকাটার রাখাইন সম্প্রদায়ের মানুষ। শনিবার দুপুর বারোটায় মিস্রীপাড়া বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাদের কৃষ্টি কালচালের নাচ এবং গান পরিবেশন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দেন শত শত স্থানীয় মানুষ। সবশেষ রাখাইনদের ঐতিহ্যবাহী বিন্নি চালের তৈরী বাহারী পিঠা অতিথিদের মাঝে প্রদান করা হয়। এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বৌদ্ধ বিহার প্রাঙ্গন নতুন সাজে সজ্জিত করা হয়েছে। সকাল থেকেই রাখাইন সম্প্রদায়ের সকল নর-নারী অনেকটা উচ্ছসিত ছিলো।
পদ্মাসেতু উদ্বোধনের এই আনন্দের দিনে তারা বসে থাকতে না পেরে পিঠা উৎসবের আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখাইন সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের ধর্মযাজক উত্তম ভিক্ষু।