Home জাতীয় পদ্মা সেতুর উদ্বোধন: রোড মার্কিং ও রোড সিগন্যাল বসানোর কাজ শেষ পর্যায়ে

পদ্মা সেতুর উদ্বোধন: রোড মার্কিং ও রোড সিগন্যাল বসানোর কাজ শেষ পর্যায়ে

26

ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু উদ্বোধনের বাকি আর মাত্র ১৬ দিন। পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে পদ্মা সেতুতে এখন চলছে বাকি থাকা শেষ পর্যায়ের ফিনিশিংয়ের কাজ। এগুলোর মধ্যে রয়েছে সেতুতে যানবাহন চলাচলের নির্দেশনা (রোড মার্কিং), সড়ক সংকেত (রোড সিগন্যাল) বসানো, ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাতি জ্বালিয়ে ট্রায়াল দেওয়া।

অ্যালমুনিয়ামের রেলিং বসানো, মুভম্যান্ট জয়েন্টের কাজ, স্টিলের বক্স স্থাপন, রেইন ওয়াটার ড্রেইন স্থাপন, নিচের দুই প্রান্ত রেলওয়ে মেনটেনেন্স ওয়াকওয়ে, হলুদ গ্যাস পাইপের রঙের ফিনিশিং, টোল প্লাজায় মেশিন স্থাপন করে ব্যবহার উপযোগী করা, সেতুর দুই প্রান্ত বঙ্গবন্ধু ও সেতুটির স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল, নাম ফলক, ইলিশের ভাস্কর্য, ফোয়ারা, জামদানির দেয়াল চিত্র ও ওজন স্টেশন নির্মাণ। এছাড়া সেতুর দুই পারের অ্যাপ্রোচ সড়কে ল্যাম্পপোস্ট স্থাপন। পরীক্ষামূলক ভাবে মঙ্গলবার রাত পর্যন্ত ২৩২টি বাতি জ্বালানো হয়েছে। বাকি ১৮৩টি বাতি জ্বালানো শেষেই পুরো ৪১৫টি বাতি একযোগে জ্বালানো হবে। আগামী ১৫ জুনের মধ্যে ল্যাম্পপোস্টের বাতির ট্রায়ালের কাজ শেষ হবে বলে জানান পদ্মা (মূল) সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

রোড মার্কিয়ের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া যানবাহনের দিকনির্দেশনার ও সিগন্যাল স্থাপনের কাজও দ্রুত শুরু হচ্ছে। ইতিমধ্যেই রোড সিগন্যাল বসানোর স্থানগুলো চিহ্নিত করে দিয়েছে দায়িত্বশীল প্রকৌশলীরা।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর শেষ পযা‌র্য়ের সব কাজ সফলভাবে টিম ওয়ার্কের মাধ্যমে দ্রুত এগিয়ে চলছে। আগামী ২০ জুনের মধ্যে পদ্মা সেতুর সব কাজ শেষ হবে বলে তিনি জানান।-ইত্তেফাক