Home শিক্ষা ও ক্যাম্পাস পথশিশুদের নিয়ে ‘পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র মধ্যাহ্নভোজ

পথশিশুদের নিয়ে ‘পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র মধ্যাহ্নভোজ

97

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘২০২২-২৩’ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) ১ম বর্ষের সদ্য সমাপ্ত ৫ দিনব্যাপী ভর্তি পরীক্ষায় সফলভাবে সকল কার্যক্রম সম্পন্ন করেছে ‘পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’।প্রতি বছরের ন্যায় এবারও জাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে মোবাইল, ব্যাগ, বই ইত্যাদি রাখা, শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা, আবাসনের ব্যবস্থা করার মত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (২২ জুন) ভর্তি পরীক্ষার শেষ দিনে সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের প্রায় ১৫-২০ জন অসহায় ও পথশিশুদের নিয়ে একসাথে দুপুরের খাবার গ্রহণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খাবার গ্রহণ করতে পেরে তাদের (পথশিশু) বেশ উচ্ছ্বাসিত দেখা যায়।

এ ব্যাপারে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জাফর ইমাম বলেন, আমরা ভর্তি তথ্য ও সহায়তা কেন্দ্রের কার্যক্রম পরিচালনার সময় যখন দুপুরের খাবার গ্রহণ করতাম তখন ক্যাম্পাসে ঘুরে বেড়ানো ছোট ছোট শিশুরা এসে দাঁড়িয়ে থাকতো বিষয়টা আমাকে প্রচন্ডভাবে নাড়া দিতো। এজন্য আমরা সিদ্ধান্ত নেই অন্তত একদিন হলেও আমরা ওদেরকে নিয়ে একসাথে খাবো। সেজন্যই আজকের এই আয়োজন। সীমাবদ্ধতার কারণে খুব বড় আয়োজন করতে পারি নাই তবে ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে সমাজ কল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবো।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসানুর রহমান সুমন বলেন, খুব ছোট ছোট উদ্যোগও সমাজের ইতিবাচক পরিবর্তন সূচনা করতে পারে। আমরাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় সব জেলার ছাত্রকল্যাণ সমিতি আছে, সবাই যদি খুব ছোট পরিসরেও উদ্যোগ নেয় সেটাই এই কমিউনিটিতে বৃহত্তর অবদান রাখতে পারে। ভবিষ্যতেও পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের সকল শুভ ও সুন্দর কাজের সাথে থাকতে চায়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে এভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।