Home সারাদেশ পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

399

নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

সভায় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক, জামিল চৌধুরী ডলার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম, মোঃ শাহজালাল, আঃ রহিম, এখন টেলিভিশনের এর জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক বলেন, পঞ্চগড় জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভায় এবার শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে ৩০২টি পূজা মন্ডপে। ৩শ ২টি পুজা মন্ডমকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। তিনটি ধাপের মধ্যে হল অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সাধারণ পূজা মন্ডব। তিন ভাগে এসব পুজা মন্ডমকে নিরাপত্তা দেয়া হবে। র্যাবের ষ্টাইকিং ফোর্স, বিজিবির ষ্টাইকিং ফোর্স ছাড়াও পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশরা দায়িত্ব পালন করবে। এদের কে সহযোগিতা করবে স্থানীয় পুজা মন্ডমের কমিটির সদস্যরা।
আমরা শান্তিপ্রিয় ভাবে যেন শারদীয় দুর্গাপুজা উৎযাপন করতে পারি। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা করতে কেউ যেন না পারে এজন্য আপনারা সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে এবার যাতে কোন বিশৃঙ্খলা বা দূর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে আনসার, গ্রাম পুলিশ রাখা হবে, সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল, ডুবুরি দল, লাইফ জ্যাকেট রাখা হবে। পর্যাপ্ত নৌকা রাখা হবে।