ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয় কেউ কোন কথা বলেনি।এ ধরনের কোন কথা হয়নি এবং কেউ এ ধরনের কথা জিজ্ঞাসাও করেনি।
প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে গণভবনে সাম্প্রতিক জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ গ্রহণ এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সম্পর্কে আয়োতিজ সংবাদ সম্মেলনে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের এক অভিজ্ঞতা ২০০৭-০৮ সালে হয়ে গেছে না আমাদের। তারপরেও আবার কেউ তা জানতে চাইতে পারে। আর সিষ্টেমটাতো বিএনপি নষ্ট করে ফেলেছে। কাজেই এরকম কোন কথা হয়নি।
সরকার প্রধান বলেন, আন্দোলনে তো আমরা বাধা দিচ্ছি না। তারা (বিএনপি) আন্দোলনের নামে লোক সমাগম করে যাচ্ছে, ভালো কথা।এতদিন চুরি চামারি করে যে অবৈধ অর্থ তারা বানিয়েছিল আর যত টাকা মানি লন্ডারিং করেছিল সেগুলোর এখন ব্যবহার হচ্ছে। অন্তত সাধারণ মানুষের হাতে কিছু টাকাতো যাচ্ছে।আমি সেখানেই বিবেচনা করি। যত আন্দোলন করবে তাতে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে।তাই আমি বলেছি কিছু বরার দরকার নেই তারা আন্দোলন করতে থাকুক। কারণ এই টাকাগুলোতো বের হওয়া দরকার।