Home জাতীয় পঞ্চগড়ে আকুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা

পঞ্চগড়ে আকুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা

27

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক উপজেলা চিফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রসী মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থা, আটোয়ারী’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উক্ত চিফ মিটিংয়ের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত চিফ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলকিস আখতার জাহান, ডাঃ সইফুজ্জামান বিপ্লব ও এস, আই দিপেন্দ্র নাথ সিংহ। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থা, আটোয়ারী’র সদস্য খলিলুর রহমানের উপস্থাপনায় চিফ মিটিংয়ের ওপর গুরুত্বারোপ করে পরামর্শক মূলক বক্তব্য রাখেন দি লেপ্রসী মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, স্থানীয় সংগঠনটির সভাপতি জফর আলী, সদস্য রুনা আক্তার প্রমূখ।