Home শিক্ষা ও ক্যাম্পাস নোবিপ্রবিতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

43

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালীতে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম
বিষয়ক স্থানীয় যুব প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. মো. জিয়াউল হক। সভাটির সমন্বয় করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আঞ্চলিক সমন্বয় কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।

সভায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সভাশেষে হাসিব আল আমিনকে কো-কো-অর্ডিনেটর করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ নোয়াখালীর যুব ফোরাম গঠিত হয়।

প্রসঙ্গত, ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।