Home খেলা নোংরা পরিস্থিতির স্বীকার হয়েছি: তামিম

নোংরা পরিস্থিতির স্বীকার হয়েছি: তামিম

105

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে অন্যায় আচরণ পেয়েছি। আমার বিশ্বকাপ খেলা ধুলিসাৎ করে দিয়েছে। বুধবার তারে ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব অভিযোগ করেন তিনি।
তাকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার একদিন পর এই ভিডিও প্রকাশ করেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। আইসিসি বিশ্বকাপ ঘোষণার পর পর এবিষয় তার বক্তব্য পরিস্কার করার কথা বলেছিলেন গণমাধ্যমকে।
ভিডিও বার্তায় তামিম বলেন, নোংরা পরিস্থিতির স্বীকার হয়েছেন তিনি।গত কয়েকমাস এমন পরিবেশ বেশ কয়েকবার তৈরী করা হয়েছে এর্ব এটি আর মেনে ওেয়া যায় না।
তিনি বলেন, বোর্ডের শীর্ষ পর্যায় থেকে আমকে ফোন করে করেছিল।বলেছে, বিশ্বকাপে গেলে ইনজুরি সামলে খেলতে হবে।তুমি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলো না।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলার পর তামিম বলেছিলেন, বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন তিনি। ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত ছিলেন।