Home ধর্ম পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

27

ডেস্ক রিপোর্ট: আজ ১২ রবিউল আউয়াল (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী।আজ থেকে দেড় হাজার বছর আগে এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে হযরত মুহম্মদ (সঃ) এর আবির্ভাব ঘটে। দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী নামে পরিচিত। ৫৭০ খ্রীঃ এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোলে আলো করে জন্ম নিয়েছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)।
মহানবী অতি অল্প বয়সেই আলাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন।প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেনে। পচিঁশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়াত লাভ করেন।
এই দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।
মুসলিম সম্প্রদায় বিভিন্ আয়োজনে দিনটি পঅরণ করবেন। আজ সরকারি ছুটি। সরকারিভাবে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাধকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশন করা হবে।