ডেস্ক রিপোর্ট: নেপালের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের আঘাতে শতাধীক নিহত হয়েছে।আহত হয়েছে কয়েক শ’। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের জাজারকট এলাকায় ভূমিকম্প আঘাত করে।নেপাল জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে এর রিডার মাত্রা ছিল ৬.৪।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূমিকম্পের মাত্র ছিল ৫.৬। উৎপত্তিস্থল ছিল জারকাটের কাছে ১১ মাইল গভীরে।
জানাগেছে, জাজারকটের বাড়িঘর ও ভবনগুলো বিধ্বস্ত হয়েছে।ভূমিকম্পের আঘাতে নেপালের রাজধানী কাঠমন্ডু ও ভারতের রাজধানী নয়া দিল্লীও কেঁপে ওঠে। নয়া দিল্লীর অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।