Home খেলা নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা বিসিবির

নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা বিসিবির

31

ডেস্ক রিপোর্ট: বিদেশের মাটিতে খেলা হলে সম্প্রচার স্বত্ব নিয়ে আগ্রহ থাকে না দেশের টিভি চ্যানেলগুলোর। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বারবার এমন পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয়, এজন্য বোর্ড নিজস্ব টিভি চ্যানেল চালুর পরিকল্পনা করছে বলে জানান তিনি।

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অথচ দেশের টিভি চ্যানেলগুলো ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে। দেশের খেলা নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের মধ্যে। শেষ পর্যন্ত বাংলাদেশি সমর্থকদের জন্য খেলা দেখার ব্যবস্থা করেছে আইসিসি। এ দিকে দ্বিতীয় ওয়ানডে থেকে বিসিবিও ইউটিউবে খেলা দেখানোর ব্যবস্থা করে।
এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বিদেশে খেলা হলে কোন চ্যানেলে দেখাবে সেটি হোস্টের ওপর নির্ভর করে। আমাদের কিছু করার থাকে না। আমরা চাই আমাদের দেশে দেখাক। এটা দেখানোর জন্য কতগুলো শর্ত আছে। এর মধ্যে একটা কাউকে তো অবশ্যই পে করতে হবে (সম্প্রচার স্বত্ব কিনতে হবে)। এখন কেউ যদি পে না করে, তাহলে তো কিছু করার নেই। ইউটিউবে আমরা একটা ব্যবস্থা করেছি। আজকে থেকে দেখা যাবে।’

আপাতত বিসিবি ইউটিউবে একটা ব্যবস্থা করলেও বিদেশের মাটিতে হওয়া সিরিজগুলো দেশের চ্যানেলগুলোতে না দেখানোয় ক্ষোভও ঝরেছে পাপনের কণ্ঠে। তিনি জানিয়েছেন, তাদের পরিকল্পনায় আছে নিজস্ব টিভি চ্যানেল খোলার। যেখানে দেখা যাবে সব ধরনের ম্যাচ।

পাপন বলেন, ‘গতবারই এরকম একটা পরিস্থিতির পর আমরা আলাপ-আলোচনা করেছি। আমাদের কাছে দুইটা অপশনই ছিল। একটা অপশন ছিল যে আমরা ইউটিউবে দিয়ে দিব। যেটা আমরা করতে পেরেছি। দ্বিতীয় অপশন টা হচ্ছে বিসিবির একটা চ্যানেল নিয়ে নিতে হবে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা এখন আবেদন করলে সবাই দেখবেন বলবে আমরা দেখাতে চাই। সবাই দেখাতে চাইবে। একবার দুবার হয়েছে কিন্তু আমরাতো বেশিদিন এমন অপেক্ষা করতে পারব না। আমরা (চ্যানেল খুলতে) চাই যে তা না। কিন্তু আমাদের আর কোনো অপশন নেই। তারা যদি না দেখায় আমরা নিজেরা চ্যানেল চালু করব। বিসিবির নিজস্ব চ্যানেল হবে। সবগুলো খেলা দেখাব। আন্তর্জাতিক, ঘরোয়াসহ আমাদের যত খেলা আছে সব।’
আমাদের সময়.কম