Home জাতীয় নারী শ্রমিকদের যৌন হয়রানীর প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন

নারী শ্রমিকদের যৌন হয়রানীর প্রতিবাদে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন

39

ডেস্ক রিপোর্টঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয়
প্রেস-ক্লাবের সামনে, ঢাকায়- আশুলিয়ায় অবস্থিত রাইজিংটেক্স ফ্যাশন লিঃ কারখানা কর্তৃপক্ষের নারী শ্রমিকদের যৌন
হয়রানীর প্রতিবাদ এবং বে-আইনীভাবে চাকুরীচ্যূত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যসহ ৩২ জনকে পুনঃর্বহালের
দাবীতে গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
বক্তব্য রাখেন : ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম,
সহ-সভাপতি সাফিয়া পারভীন ও কারখানার শ্রমিক মোঃ আলহাজ ও বিথী আক্তার প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন
স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী
ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আল
কামরান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের আশুলিয়া থানা কমিটির সভাপতি কামরুল ইসলাম।
বক্তারা বলেন, উক্ত কারখানায় এডমিন অফিসার মোঃ রমজান আলী সহ অন্যান্য কর্মকর্তারা দীর্ঘদিন যাবৎ কারখানায়
কর্মরত নারী শ্রমিকদের যৌন হয়রানীসহ বিভিন্ন প্রকার নির্যাতন করে আসছে। এডমিন অফিসার মোঃ রমজান আলী
আবারো গত ১৩.১১.২০২২ ইং তারিখে নারী শ্রমিকদের যৌন হয়রানীসহ বিভিন্ন প্রকার নির্যাতন চেষ্টা চালালে
কারখানায় গঠিত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকগন কর্তৃপক্ষের নিকট বিচারের দাবী জানান।
কর্তৃপক্ষ উক্ত বিষয়ে যৌন নির্যাতনকারী মোঃ রমজান আলীর বিচারের ব্যাবস্থা গ্রহন না করে বে-আইনীভাবে ট্রেড
ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যসহ মোট ৩২ জন শ্রমিককে চাকুরীচ্যূত করে।
উক্ত কারখানায় শ্রমিকদেরকে বহিরাগত মাস্তান দিয়ে ভয়ভিতি প্রদান করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা ও ছুটি
প্রদান করা হয় না। কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে জোরপূর্বক ওভারটাইম করানোসহ শ্রম আইনের বিধি বিধান তোয়াক্কা
করা হয় না। কারখানা কর্তৃপক্ষের এ সমস্ত কর্মকান্ড বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরনের সামিল।
বক্তারা মানববন্ধনের মধ্য দিয়ে অবিলম্বে নারী শ্রমিকদের যৌন হয়রানী করা এডমিন অফিসার মোঃ রমজান আলীর
বিচার ও বে-আইনীভাবে চাকুরীচ্যূত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দসহ ৩২ জন শ্রমিককে চাকুরীতে পুনঃর্বহালের জোর দাবী জানান একই সাথে এ ধরনের কর্মকান্ড যাতে আর না ঘটে সে বিষয়ে ব্যাবস্থা গ্রহনের দাবী জানান।