Home সারাদেশ নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ

নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ

124

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপর সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন।”- এই শ্লোগান নিয়ে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর ২০২৩) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম ও নারীপক্ষ কর্তৃক আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সং বাড়াইকের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, নারীপক্ষের কো-অর্ডিনেটর স্বপন সাঁওতাল, কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মিতু রায়, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য সীমা মুন্ডা প্রমূখ।