Home সারাদেশ নানা অনিয়মে চলছে ঝনকি সরকারি প্রা:বিদ্যালয়

নানা অনিয়মে চলছে ঝনকি সরকারি প্রা:বিদ্যালয়

27

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মিত পাঠদান ও শিক্ষকদের র্কমক্ষেত্রে উদাসীনতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এনিয়ে ক্ষোভ বিরাজ করছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। রোববার সকাল ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায় মাত্র একজন শিক্ষিকা দিয়ে চলছে পাঠদান। কিছুক্ষণ পর আসেন আরও একজন শিক্ষিকা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বাকি শিক্ষকদের পাওয়া যায়নি। শ্রেণীকক্ষে খেলা করছে ছোট ছোট বাচ্চারা। এসময় অনিয়মিত ক্লাসসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা ।
এদিকে বিভিন্ন অজুহাত দিয়ে বিদ্যালয়ে দেরিতে আসার কথা জানান উপস্থিত শিক্ষিকারা।
এছাড়া আব্দুর রহমান নামে বিদ্যালয়ের এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। গত ২০ জুলাই রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয় প্রান্তিক পরিক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য আসে প্রতিবেদকের হাতে।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লিপি আক্তারের কাছে জানতে চাইলে তিনি সংবাদটি প্রচার করতে নিষেধ করেন।
দোহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঝনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু সমস্যা ছিলো এটি সমাধান করা হয়েছে। নতুনকরে কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।