Home সারাদেশ নাটোরে রেলের অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট

নাটোরে রেলের অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট

25

বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: চাকুরী স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবীতে নাটোরে রেলে কর্মরত তৃতীয় শ্রেনীর অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। আজ রোববার (১৬ই অক্টোবর) সকাল থেকে অস্থায়ী পদ থেকে স্থায়ীকরন এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পুর্বের ন্যায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অষ্টম শ্রেণী পাশ রাখাসহ ৬ দফা দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।

রেলওয়ের কর্মকর্তারা জানান, কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দেড় ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়। এসময় ট্রেনের যাত্রিদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অস্থায়ী কর্মচারীরা ঢাকায় অবস্থান করায় তারা কর্মস্থলে না ফেরা পর্যন্ত রেল ক্রসিং বন্ধ রেখে ট্রেন চলাচল করাতে হবে বলেও জানান তারা।